দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা অপহরণ ও খুন কাণ্ডে আদালতের নির্দেশ অমান্য করে পলাতক রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের খোঁজে ‘সন্ধান চাই’ পোস্টার দিল এসএফআই।
রাজগঞ্জ জুড়ে এই পোস্টার দেয় এসএফআই রাজগঞ্জ লোকাল কমিটি।
উল্লেখ্য, স্বপন কামিল্লা খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে বিডিও প্রশান্ত বর্মনের নাম উঠে আসার পর তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে। ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের স্পষ্ট নির্দেশ দেয়। আদালত জানায়, তদন্তের স্বার্থে অভিযুক্তকে হেপাজতে নেওয়া প্রয়োজন এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু আদালতের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও অভিযুক্ত বিডিও আত্মসমর্পণ না করায় বিধাননগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এদিকে আদালতের নির্দেশের পরও বিডিও প্রশান্ত বর্মনের কোনও খোঁজ না মেলায় প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছে এসএফআই। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক হয়েও আদালতের নির্দেশ অমান্য করে পলাতক থাকা অত্যন্ত গুরুতর অপরাধ। শনিবার ‘সন্ধান চাই’ পোস্টার লাগানোর সময় উপস্থিত ছিলেন এসএফআই জলপাইগুড়ি জেলা কমিটির সহ-সভাপতি দিলদার মোহাম্মদ, রাজগঞ্জ লোকাল কমিটির সভাপতি প্রীতম কুমার রায় সহ সদস্য পারভেজ আশরাফ, রাজেশ বর্মন, অঙ্কুশ রায় ও অন্যান্য নেতৃবৃন্দ।
অবিলম্বে অভিযুক্ত বিডিওকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশ কার্যকর করার দাবি জানানো হয়েছে।
Rajganj BDO SFI
খুনে অভিযুক্ত বিডিও’র নামে ‘সন্ধান চাই’ পোস্টার এসএফআই’র
খুনে অভিযুক্ত বিডিও’র নামে সন্ধান চাই পোস্টার এসএফআই’র।
×
Comments :0