Adhir Ranjan Chowdhury

পরিযায়ী নিগ্রহ, মতুয়া নিয়েও কথা মোদীর সঙ্গে, বললেন অধীর চৌধুরী

জাতীয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের এই কংগ্রেস নেতা জানিয়েছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের উপর শারীরিক আক্রমণ এবং মতুয়া সম্প্রদায়ের সমস্যার কথা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। 
দিল্লিতে কংগ্রেসের জাতীয় কমিটি এআইসিসি’র বৈঠকে যোগ দিতে যান অধীর চৌধুরী। পরে সংবাদমাধ্যমে তিনি বলেন, বাংলাভাষীদের উপর আক্রমণের ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। তার ফলে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা এবং হিংসার ছড়ানোর আশঙ্কা তৈরি হচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে ব্যবস্থা নেবেন বলে তাঁকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 
উল্লেখ্য, বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশী বলে আক্রমণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলছে লাগাতার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাদেশী খোঁজার নির্দেশিকা জারি করার পর থেকে এই রাজ্যগুলির পুলিশের হাতে হেনস্তার শিকার হয়েছেন রাজ্যের পরিযায়ীরা। চলতি মাসেই মোদী নদীয়ায় এলেও পরিযায়ী নিগ্রহ সম্পর্কে চুপ ছিলেন। 
অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য কতটা? 
চৌধুরী বলেন, "এই বৈঠকের কোনও রাজনৈতিক তাৎপর্য নেই। আমি দিল্লিতে এসেছিলাম এআইসিসি বৈঠকে। আমি দেখা করার জন্য সময় চেয়েছিলাম।"
তিনি বলেন, ‘‘মতুয়া সম্প্রদায়ের নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। সে বিষয়েও বলা হয়েছে।’’

Comments :0

Login to leave a comment