সোমবারের পর মঙ্গলবার, ফের এসআইআরের শুনানি পর্বে বাধা দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিনও হুগলির পোলবার একটি শুনানি কেন্দ্রে গিয়ে বাধা দেন তিনি। দাবি করেন শুনানিতে বিএলএদের থাকতে দিতে হবে। তিনি দাবি করেন বিএলএরা শুনানিতে থাকতে পারবেন না এমন নির্দেশিকা দেখাতে হবে কমিশনকে।
গতকাল চুঁচুড়ার তৃণমূলে বিধায়ক অসিত মজুমদার শুনানিতে বিএলএদের থাকতে দিতে হবে এই দাবি তুলে গায়ের জোড়ে প্রায় দুই ঘন্টা বন্ধ করে দেন শুনানি পর্ব। যার জেরে হয়রানির শিকার হতে হয় সাধারণ ভোটারদের। শুনানিতে ডেকে কমিশনের হয়রানি তার ওপর শাসক দলের গাজোয়াড়ি এই দুইয়ের জেরে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সমস্যায় পড়েছেন ভোটাররা।
সোমবার এই সব ঘটনার পর কমিশনের পক্ষ থেকে জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে শুনানি পর্বে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।
উল্লেখ্য বার বার কমিশনের কাজে বাধা দেওয়া সত্ত্বেও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কেন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা নিয়েও উঠেছে প্রশ্ন।
TMC SIR HEARING
মঙ্গলবার ফের এসআইআর শুনানিতে বাধা তৃণমূল বিধায়কের
×
Comments :0