কখনও ধর্ম, কখনও ভাষার আবেগকে উস্কে দিয়ে ভোটে জেতা, আর ভোটে জেতার পর চুরি করে সম্পত্তি বানানোটাই একমাত্র উদ্দেশ্য তৃণমূল ও বিজেপির। এর বাইরে রাজনীতিকে নিয়ে আসাটাই একমাত্র লক্ষ্য সিপিআই(এম) সহ বামপন্থীদের। সোমবার কোচবিহার জেলার মেখলিগঞ্জের চ্যাংড়াবান্দায় একথাই বললেন সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষ।
মানুষের জীবন জীবিকার নিরাপত্তা, শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানের ব্যবস্থা করা, নারী সুরক্ষা, মূল্য বৃদ্ধি রোধ, চ্যাংড়াবান্ধা স্থলবন্দরকে আধুনিকীকরণ করার দাবি সহ মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপনের দাবির পাশাপাশি বাংলাদেশ সহ বিভিন্ন উপমহাদেশের সর্বত্র সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সোমবার কোচবিহার জেলার মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা এলাকায় মিছিল ও প্রকাশ্য সমাবেশ করে সিপিআই(এম) মেখলিগঞ্জ ২নং এরিয়া কমিটি।
এদিন চ্যাংড়াবান্ধা হাইরোড থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তা সমবেত হয় চ্যাংড়াবান্ধা বাসস্ট্যান্ড এলাকায়। এখানে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম নেতা) শতরূপ ঘোষ, সারা ভারত কৃষক সভা কোচবিহার জেলা সম্পাদক আকিক হাসান, পার্টি নেতা দীপক গুহ প্রমূখ। সভাপতিত্ব করেন বিপিন শীল।
এদিন শতরূপ ঘোষ প্রশ্ন তুলে বলেন, "রাজবংশী ভাষা বা সাঁওতালি ভাষায় যে সিনেমাটা তৈরি হচ্ছে, এই সিনেমাগুলি কেন প্রিমিয়ার করা হবে না কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে? যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকে জনগণের টাকায়। তিনি আরও বলেন, রাজবংশী ভাষায় যে ছেলেমেয়েগুলি গান তৈরি করছে, ব্যান্ড তৈরি করছে, তাদের এই কাজগুলিকে কেন সরকারি মঞ্চে প্রমোট করা হবে না? আসলে সরকারের এই পরিকল্পনাগুলিই নেই। যা অত্যন্ত হতাশাজনক।"
Shatarup Ghosh CPI(M)
ধর্ম-ভাষার ভিত্তিতে বিভাজন করে বিজেপি তৃণমূল, কোচবিহারে শতরূপ
কোচবিহার মেখলিগঞ্জ চ্যাংড়াবান্ধায় সিপিআই(এম)এর সমাবেশে বক্তব্য রাখছেন শতরূপ ঘোষ। ছবি - অমিত কুমার দেব।
×
Comments :0