ভারত, এমন একটা দেশ যেখানে প্রতিটি রাজ্যে প্রতিটি এলাকায় আলাদা আলাদা পোশাক, খাদ্যাভ্যাস। অনেক জায়গায় গায়ের রঙ, মুখের আদল আলাদা। কিন্তু সবার একটাই পরিচয়, ভারতীয়। এক কথায় বিভেদের মাঝে মিলনও মহান।
কিন্তু বিজেপি এবং তার বিভিন্ন শাখা সংগঠনের কারণে আজ ভারতের এই বহুত্ববাদ আক্রান্ত। পাহড়ি মানুষদের চীনা বলে তাদের বলে একাধিক বার চড়াও হয়েছে উগ্রহিন্দুত্ববাদীরা। এই উগ্রহিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হয়েছিলেন ত্রিপুরার এক পড়ুয়া এনজেল চাকমা। উত্তরাখণ্ডের দেহরাদুনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ুয়া তিনি। টানা ১৭ দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করার পর গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত এনজেলের বাবা তরুণ চাকমা বর্তমানে মণিপুরের তাংজেং-এ বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত। তিনি সংবাদ সংস্থাকে পিটিআইকে জানিয়েছেন, দেহরাদুনের একটি বাজারে এনজেল এবং তার ভাই মাইকেলের ওপর অতর্কিতে হামলা চালায় ছয় দুষ্কৃতী। অভিযোগ, মোটরবাইক ও স্কুটারে এসে অভিযুক্তরা প্রথমে মাইকেলকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করে এবং তাকে ‘চীনা’ বলে ব্যঙ্গ করতে থাকে।
এনজেল প্রতিবাদ করে বলেন যে তারা ভারতীয়, চীনা নয়। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তরুণ চাকমার অভিযোগ, অভিযুক্তরা ধারালো এবং ভারী বস্তু দিয়ে এনজেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণে এনজেলের ঘাড়ের হাড় ভেঙে যায় এবং পিঠে গুরুতর আঘাত লাগে।
নিহতের বাবার আরও অভিযোগ, ঘটনার পর দেহরাদুন পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেছিল। পরবর্তীতে ‘অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্টস ইউনিয়ন’ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এফআইআর দায়ের করা হয়। তবে দেহরাদুনের এসএসপি অজয় সিং জানিয়েছেন, বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়েছিল। তার দাবি, অভিযুক্তরা নিজেদের মধ্যে কথা বলছিল, যা শুনে এনজেলের মনে হয়েছিল তাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে।
বাবা দেশের সুরক্ষার জন্য কাজ করছেন। আর ছেলেকে বর্ণবিদ্বেষের শিকার হতে হলো। এই পরিস্থিতিতে তরুণ চাকমা ছেলের হত্যাকারীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন। তিনি বলেন, "আমার ছেলে শুধুমাত্র তার ভাইকে রক্ষা করতে গিয়েছিল। তার ঘাড় ভেঙে দেওয়া হলো। আমি এই ঘটনার বিচার চাই।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ ডিসেম্বর এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। ১৪ ডিসেম্বর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং দুই নাবালককে আটক করেছে। এই ঘটনাটি উত্তর-পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং দেশের অভ্যন্তরে বর্ণবিদ্বেষের এক করুণ চিত্র পুনরায় সামনে নিয়ে এসেছে।
Angel Chakma
চীনা বলে হামলা, বিচার চাইলেন এনজেলের বাবা
×
Comments :0