রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় বাংলাদেশে কাটালেও প্রয়াত খালেদা জিয়ার শৈশব কেটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকায় তাঁর জন্ম ও বড় হয়ে ওঠা।
সোমবারই প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া। ১৯৪৫ সালে, অবিভক্ত ভারতের জলপাইগুড়ি শহরের নয়াবস্তি পাড়ায় তাঁর জন্ম।
নয়াবস্তি এলাকা জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। জানা যায়, শৈশবের প্রথম কয়েকটি বছর তিনি কাটিয়েছিলেন এই নয়াবস্তিতেই। জলপাইগুড়ি সদর গার্লস স্কুলে তাঁর প্রাথমিক পড়াশোনা। দেশভাগের সময় সম্পত্তি বিনিময়ের (প্রোপার্টি এক্সচেঞ্জ) মাধ্যমে তাঁর পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশে চলে যায়।
দেশভাগের পর খালেদা জিয়ার জলপাইগুড়ির পারিবারিক সম্পত্তি একাধিকবার হাত বদল হয়।
প্রথমে সেই বাড়ি যায় চক্রবর্তী পরিবারের হাতে। পরে চক্রবর্তী পরিবারের কাছ থেকে ওই সম্পত্তির একটি বড় অংশ কিনে নেয় গোপ পরিবার। খালেদা জিয়ার মৃত্যুতে গোপ ও চক্রবর্তী- উভয় পরিবারের সদস্যরাই শোক জানিয়েছেন।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডলের পরিবারের সঙ্গেও জড়িয়ে রয়েছে খালেদা জিয়ার শৈশব। শোক জানিয়েছেন তিনিও।
Khaleda Zia childhood in Jalpaiguri.
খালেদা জিয়ার শৈশব কেটেছে জলপাইগুড়িতে
ছবি- জলপাইগুড়ির নয়াবস্তি
×
Comments :0