WEATHER

১৮ বছর পর রেকর্ড, বর্ষবরণের দিনেও কাঁপছে গোটা রাজ্য

রাজ্য কলকাতা

প্রায় দুই দশক পর রাজ্যে শীতলতম বর্ষবরণ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। বর্ষবরণের ভোরে কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহের শেষের কদিন দিনের তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ জারি থাকবে গোটা রাজ্যেই।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষবরণের সময় শেষ ২০০৮ সালে ১১ডিগ্রি ঘরে গিয়েছিলো সর্বনিম্ন তাপমাত্রা। ২০০৮ সালে ১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪। ২০২৬ সালের ১ জানুয়ারি ফের তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে রইলো। তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে যেতে পারে দিনের তাপমাত্রা। কিন্তু ফের জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। ৫ জানুয়ারির পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে। উত্তুরে হাওয়ার জেরেই ফের কমবে পারদ। কিন্তু উত্তরবঙ্গে থাকবে ঠান্ডার দাপট। উত্তরের জেলা গুলিতে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। দার্জিলিঙ জেলার পাহাড়ি এলাকায় তুষারপাত হওয়ারও পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিংপঙ-এও বৃষ্টি হতে পারে।

গত বুধবার ছিল মুরসুমের শীতলমত দিন। ১১ ডিগ্রি সেলসিয়াসে নেবে যায় সর্বনিম্ন তাপমাত্রা। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩.৫ ডিগ্রি কম।

Comments :0

Login to leave a comment