প্রথম ম্যাচ হারের পরদিনই জয়ের স্বাদ পেল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারিয়ে দিল গত বারের চ্যাম্পিয়ন্সরা। অন্যদিকে, ইউপি ওয়ারিয়র্সকে ১০ রানে হারিয়ে জয় দিয়ে শুরু করল গুজরাট জায়েন্টসও।
শনিবারের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেট ১৯৫ রান তুলল মুম্বাই। দুরন্ত অর্ধশতরান করলেন অধিনায় হরমনপ্রীত কাউর। তাঁর ব্যাট থেকে এল অপরাজিত অপরাজিত ৭৪ রানের ইনিংস। রান পেলেন ন্যাট সিভার-ব্রান্টও (৭০)। দিল্লির বোলারদের নিয়ে একরকম ছেলে খেলা করলেন তাঁরা। তাঁদের দু’জনের জুটিতেই বড় রান তুলে নেয় মুম্বাই। এছাড়া নিকোলা কেরির ব্যাট থেকে এল ২১ রান।
১৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে দিল্লির ব্যাটিং লাইন-আপ। লিলেজ লি (১০), শেফালি ভর্মা (৮), লরা উলভার্ট (৯), অধিনায়ক জেমাইমা রড্রিগেজ (১), মারিজান কাপের (১০) মত ব্যাটাররা কেউই দাঁড়াতে পারলেন না অ্যামেলিয়া কের, কেরিদের সামনে। শেষ দিকে চিনেল হেনরি (৫৬) কিছুটা চেষ্টা করলেও লাভ হয়নি। ১৪৫ রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস।
এদিন প্রথম ম্যাচে গুজরাট প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৭ রান তোলে। ওপেনার বেথ মুনি (১৩) দ্রুত ফিরে গেলেও রান পান অপর ওপনার সোফিয়া ডিভাইন (৩৮)। এরপর অনুস্কা শর্মা (৪৪) ও অধিনায়ক অ্যাশলে গার্ডনার (৬৫) দুরন্ত ১০৩ রানের জুটি বড় রানের ভিত গড়ে দেয় গুজরাটের। শেষ দিকে জর্জিয়া ওয়্যারহাম (অপরাজিত ২৭) ও ভারতী ফুলমালির (অপরাজিত ১৪) ব্যাটে ২০০ রানের গণ্ডি পার করে গুজরাট।
রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান কিরণ নাগভিরে (১)। এরপর অধিনায়ক মেগ ল্যানিং (৩০) ওফোবি লিচফিল্ড (৭৮) দলকে টানেন। এদিন ব্যর্থ হন হারলিন দেওল (০) ও দীপ্তি শর্মা (১)। পরের দিকে শ্বেতা সেরাওয়াত (২৫), আশা শোভনা (অপরাজিত ২৭) কিছুটা চেষ্টা করলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৯৭ রান তোলে ইউপি। রেণুকা সিং ও ওয়্যারহাম ২টি করে উইকেট তুলে নেন।
WPL Harmanpreet
দুরন্ত হরমনপ্রীত, জয়ে ফিরল মুম্বাই
×
Comments :0