Jangalmahal Bangla Bachao Yatra

পুলিশের নিষেধ উড়িয়ে বাইক মিছিল জঙ্গলমহলে

জেলা

বাঁকুড়ার হিড়বাঁধ থেকে রানিবাঁধের দিকে বাইক মিছিল।

মধুসূদন চ্যাটার্জি

বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় হিড়বাঁধের নন্দা থেকে রানিবাঁধ পর্যন্ত বাইক মিছিল করল সিপিআই(এম)। তীব্র শীতের মধ্যে প্রায় ৫৫ কিলোমিটার রাস্তায় ‘বাংলা বাঁচাও যাত্রা’-য় সাড়া দিয়েছেন অসংখ্য মানুষ ডাক দিয়ে মোটর সাইকেল মিছিল হয়েছে। 
হিড়বাঁধ থানার পুলিশ এই মোটরসাইকেল মিছিল না করার জন্য হুমকি দিয়েছিল। সেই হুমকি শোনেননি হিড়বাঁধ, খাতড়া, রানিবাঁধের মানুষ। কয়েকশো যুবক-যুবতী মোটর সাইকেল নিয়ে মিছিল করলেন। 
মিছিল নন্দা থেকে বের হয়ে মলিয়ান, লেদাকেন্দী, হিড়বাঁধ, সান্ডি, সুপুর, খাতড়া, আখখুটা, অম্বিকানগর, রুদরা হয়ে রানিবাঁধ এ পৌছায়। 
দাবি ছিল জঙ্গলমহলে হোস্টেলগুলি খুলতে হবে। লার্জ এরিয়া মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি বা ‘ল্যাম্পস’ গুলিকে প্রকৃত অর্থে চালু করতে হবে। দাবি করা হয় শ্রমিকরা যেন সেখানে কেন্দু পাতা বিক্রি করতে পারেন তার ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকারের আসীন হওয়ার পর এমন সব ব্যবস্থাপনা ভেঙে দিয়েছে। তার প্রভাব পড়ছে জীবন-জীবিকায়। আক্রান্ত আদিবাসী, আদিবাসী নন, এমন সব অংশের মানুষ।  
বাইক মিছিলে দাবি উঠেছে গ্রামীণ রাস্তা মেরামত করতে হবে। মিছিলে অংশ নেন সিপিআই(এম) বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম, অজিত পতি সহ নেতৃবৃন্দ। 
দেবলীনা হেমব্রম বলেন, ‘‘গোটা রাজ্যে এই কর্মসূচি চলছে। মেয়েদের নিরাপত্তা, বেকার ছেলেদের চাকরি, কাজের দাবি, শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান বাঁচানোর দাবিতে এই যাত্রা। মেয়েদের ওপর নির্যাতন চলছে। বেকার ছেলেরা অন্য রাজ্যে কাজের খোঁজে যাচ্ছেন। আক্রান্ত হচ্ছেন। দেশ এবং রাজ্যের সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের ন্যূনতম প্রয়োজন মেটাতে হবে।’’
এদিন বাইক মিছিলে যোগ দিতে আসা যুবক-যুবতীরা বলেছেন, ‘পুলিশের নিষেধ করার কোনও যুক্তি থাকতে পারে না। আমরা জীবিকার জন্য, অধিকারের দাবিতে রাস্তায় নামবই।’

Comments :0

Login to leave a comment