গোবর এবং গোমূত্রের মাধ্যমে ক্যানসার নিরাময়ের পথ খুঁজতে শুরু হয়েছিল সরকারি প্রকল্প। আর এই প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি সমানে এসেছে। মধ্যপ্রদেশের জব্বলপুরের নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটিতে 'পঞ্চগব্য' গবেষণা প্রকল্পের অধীনে কয়েক কোটি টাকার বিশাল এক দুর্নীতির পর্দা ফাস হয়েছে।
২০১১ সালে মধ্যপ্রদেশ সরকার প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে এই বিশেষ প্রকল্পটি চালু করেছিল। মূল লক্ষ্য ছিল— গোবর, গোমূত্র ও দুধের মতো প্রাকৃতিক উপাদানের গুণাগুণ ব্যবহার করে ক্যানসারের মতো কঠিন রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পর তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। প্রকল্পের টাকা ক্যানসার গবেষণায় নয়, বরং ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত কাজে।
জাবালপুরের জেলাশাসক রাঘবেন্দ্র সিংয়ের নির্দেশে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি নথিপত্র ঘেঁটে যে তথ্য পেয়েছে, তাতে দেখা গিয়েছে, গবেষণার কারণ দেখিয়ে বিমান সফরের পেছনে খরচ হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা।
গবেষণার জন্য বরাদ্দ টাকা দিয়ে কেনা হয়েছে নতুন গাড়ি। শুধু তাই নয়, গাড়ি মেরামত ও জ্বালানি খরচ বাবদ ব্যয় দেখানো হয়েছে ১৫ লক্ষ টাকা। বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি দামে প্রায় ১.৭৫ কোটি টাকার কাঁচামাল ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনা হয়েছে বলে অভিযোগ।
গবেষণাগারের বদলে আসবাবপত্র এবং ইলেকট্রনিক সামগ্রী কিনতেই খরচ হয়েছে আরও ১৫ লক্ষ টাকা। এছাড়া বিবিধ খাতে আরও ৫ লক্ষ টাকা সরিয়ে ফেলার প্রমাণ মিলেছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলাশাসক আর.এস. মারভি জানিয়েছেন, ‘প্রাথমিক নথিপত্র যাচাই করে দেখা গিয়েছে যে গবেষণার টাকা এমন সব কাজে খরচ করা হয়েছে যার সঙ্গে প্রকল্পের কোন সম্পর্ক নেই।’ তদন্ত রিপোর্ট ইতিমধ্যেই জেলাশাসকের কাছে জমা দেওয়া হয়েছে এবং প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মনদীপ শর্মা দাবি করেছেন যে, এই প্রকল্পটি ২০১৮ সালে শেষ হয়ে গিয়েছিল এবং সেই সময় সমস্ত আর্থিক ও প্রযুক্তিগত নথি অনুমোদিত হয়েছিল।
Madhya Pradesh
গবেষণার নামে নয়ছয়: মধ্যপ্রদেশে ক্যানসার রিসার্চের কোটি কোটি টাকা দুর্নীতি
×
Comments :0