Champahati blast

চম্পাহাটি বিস্ফোরণ ঘটনায় একজনের মৃত্যু

রাজ্য জেলা

চম্পাহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো এক আহতের। কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ওই আহতের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। 
দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায় বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। শনিবার সকালে বারুইপুর থানা এলাকার হারাল এলাকায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে ঘরের ছাদ। চারজনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর ওই এলাকায় প্রায় ঘরে ঘরে বাজি তৈরি হয়। একাধিকের ক্ষেত্রে পর্যাপ্ত অনুমতি নেই বাজি কারখানা চালানোর। বলা যেতে পারে অবৈধ ভাবে চলছে এই কারখানা গুলো।
স্থানীয়দের দাবি এই নয়, একাধিকবার এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে। কিন্তু কোন কিছু করে অবৈধ কারখানা গুলো বন্ধ করা যায়নি।
গত বছর এপ্রিল মাসে ঢোলাহাটে বাজি কারখানায় বিস্ফোরণের ফলে একই পরিবারের আট জনের মৃত্যু হয়। প্রশাসনের দাবি চম্পাহাটির একাধিক জায়গায় বেআইনি ভাবে এই কারবার চলছে। অনেকের কাছে বাজি মজুত রাখার লাইসেন্স রয়েছে। তারা নাকি অবৈধ ভাবে বাজি তৈরি করছে। প্রশ্ন এখানেই পুলিশ সব জানা সত্ত্বেও কেন তারা কোন পদক্ষেপ নেয়নি। কেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হয়নি।

Comments :0

Login to leave a comment