কবিতা
সুশিক্ষা
আনজু বানু
মুক্তধারা
শিক্ষা পেলে অসীম কালে
সুন্দর হয় জীবন
সুশিক্ষাটা প্রেক্ষাপটের
এমন এক বর্ণন।
আসল গুরু পিতা মাতার
প্রকৃতি গঠন
কালে কালে করে যাবে
জিনের প্রদর্শন।
আম গাছেতে আম ফলে
জাম গাছেতে জাম
কখনও তো করে যায়
অপূর্ব অতিক্রম
দেশের দশের মুখের জ্যোতি
ঠিকরে পড়ে যেই
জিনের প্রভাব সুশিক্ষাটা
ফলে একসাথেই।
Comments :0