কবিতা
অতিবোকা জ্ঞানময়
আনজু বানু
মুক্তধারা
মলিনবেশ রুক্ষকেশ অতি সাধারণ
রাজা তাকে ভয় পায় কিসের কারণ!
ব্যভিচারী আমলাগণ ব্যভিচারী রাজা।
অরাজক সে দেশে নীপিড়িত প্রজা।
সে আসে টান মারে রাজার মুখোশ
অন্যায়ের সাথে সে করেনি আপোষ।
রাজা তাই করে দেয় তাকে তাড়ি পার
গোপনে সে ফিরে ফিরে আসে বারবার।
রাজা যায় রাজা আসে চলেই শোষণ
মানুষের কষ্টে চোখে অশ্রুর বর্ষণ।
কোথায় জন্ম কবে কেউ জানে না
তার কাছে মানুষের প্রভূত দেনা।
নাসিরুদ্দিন মোল্লা যুগে যুগে এসে
উদ্ধার করে যাও বোকা হাসি হেসে।
যেখানেই অরাজকতা সেখানেই থাকো
আমরা কী তোমাকে পাশে পাব নাকো?
যুগের অবতার হয়ে যুগে যুগে এসো
অন্যায়ের টুঁটি চেপে বোকা হাসি হেসো।
নাসিরুদ্দিন মোল্লা বিচারক কাজী
তোমাকে প্রয়োজন আমাদের আজই।
Comments :0