POETRY — APURBA KOLE | BUDHADEB — NATUNPATA | THURSDAY 10 AUGHST 2024

কবিতা — অপূর্ব কোলে | বুদ্ধদেব — মুক্তধারা | শনিবার ১০ আগস্ট ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   APURBA KOLE  BUDHADEB  NATUNPATA  THURSDAY 10 AUGHST 2024

কবিতা 

বুদ্ধদেব

অপূর্ব কোলে

মুক্তধারা

 

কোথাও কী ভুল ছিল ! স্বপ্নের ভেতর
দুধে ভাতে রাখবেন ঈশ্বরী পাটনী
ঝড় ওঠে ফেঁপে যায় গাঙ্গিনীর জল
সোনার সেঁউতি ছিল তবু নৌকো ডোবে।
আলোহীন কারাদ্বীপে নিঃসঙ্গ নায়ক
পুঁথির ভেতর ডুবে তন্ন আঁতিপাতি
ভুলের হদিশ নেই নেশায় মানুষ
পরিত্যাগ করেছেন ভুল বোঝাবুঝি

সকালের ঝকঝকে নীলের ভেতর 
সাদা মেঘ ঢেউ তুলে ঢেউ তুলে পরি
ঈশান পাঠাল তার ধূসর কীলক
ক্রুশে বিদ্ধ পরিদল , অঝোর শ্রাবণ
তথাগত হাঁটছেন মোছে দৃশ্যপট
শূন্য শুধু শূন্য নয় পরম নির্বাণ।

Comments :0

Login to leave a comment