কবিতা
বুদ্ধদেব
অপূর্ব কোলে
মুক্তধারা
কোথাও কী ভুল ছিল ! স্বপ্নের ভেতর
দুধে ভাতে রাখবেন ঈশ্বরী পাটনী
ঝড় ওঠে ফেঁপে যায় গাঙ্গিনীর জল
সোনার সেঁউতি ছিল তবু নৌকো ডোবে।
আলোহীন কারাদ্বীপে নিঃসঙ্গ নায়ক
পুঁথির ভেতর ডুবে তন্ন আঁতিপাতি
ভুলের হদিশ নেই নেশায় মানুষ
পরিত্যাগ করেছেন ভুল বোঝাবুঝি
সকালের ঝকঝকে নীলের ভেতর
সাদা মেঘ ঢেউ তুলে ঢেউ তুলে পরি
ঈশান পাঠাল তার ধূসর কীলক
ক্রুশে বিদ্ধ পরিদল , অঝোর শ্রাবণ
তথাগত হাঁটছেন মোছে দৃশ্যপট
শূন্য শুধু শূন্য নয় পরম নির্বাণ।
Comments :0