POETRY — ASHTAPADA MALIK | BUDHABABU — NATUNPATA | TUESDAY 13 AUGHST 2024

কবিতা — অষ্টপদ মালিক | বুদ্ধবাবু — মুক্তধারা | মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   ASHTAPADA MALIK  BUDHABABU  NATUNPATA  TUESDAY 13 AUGHST 2024

কবিতা

বুদ্ধবাবু 
অষ্টপদ মালিক

মুক্তধারা 

বুদ্ধদেব ভট্টাচার্য 
মেহনতির সাথি
দুর্নীতি দূরে ফেলে 
জ্বালেন ন্যায়ের বাতি ।

সাদা ধুতি পাঞ্জাবি 
সাদা তাঁর মন 
সাদা এক মাথা চুল 
সাদা চিন্তন ।

বুদ্ধ বাবুর বিদায় বেলায়
অশ্রু ভেজা মাটি 
এমন মানুষ সবার প্রিয় 
সোনার চেয়েও খাঁটি ।

Comments :0

Login to leave a comment