POETRY — BHABANISHANKAR CHAKRABORTY | WORLD ENVIRONMENT — MUKTADHARA | 1 JUNE 2024

কবিতা — ভবানীশংকর চক্রবর্তী | এসো,পরিবেশ নিয়ে ভাবি — মুক্তধারা | ১ জুন ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  BHABANISHANKAR CHAKRABORTY  WORLD ENVIRONMENT  MUKTADHARA  1 JUNE 2024

কবিতা

এসো,পরিবেশ নিয়ে ভাবি
ভবানীশংকর চক্রবর্তী

মুক্তধারা

আশ্রয় দরকার ছিল
তাই বন কেটে বসতি নির্মাণ
কালে কালে অনিবার্য ভূমিক্ষয়
নাব্যতা হারাল নদী
বন্যা উঠে এল ধবংস -বার্তা নিয়ে

বিস্মৃত সহজপাঠ
অসংযমের বহুতলচূড়া থেকে
নেমে এল হলাহল 
মাটি ও বাতাসে মিশে নিয়ত 
অসুখের কথা বলে যায় কানে কানে

এইভাবে দিনগত পাপে মৃত্যুর আগে
একবার ভাবি এসো 
আমাদের পৃথিবী ও পরিবেশ নিয়ে

Comments :0

Login to leave a comment