POETRY — BIDHUYT RAJGURU | FU DILE — NATUNPATA | THURSDAY 11 JULY 2024

কবিতা — বিদ্যুৎ রাজগুরু | ফুঁ দিলে — মুক্তধারা | বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

POETRY    BIDHUYT RAJGURU  FU DILE  NATUNPATA  THURSDAY 11 JULY 2024

কবিতা

ফুঁ দিলে

বিদ্যুৎ রাজগুরু

মুক্তধারা

 


কিছুই তো চাইনি আমি 
তবু কেন পিছে ডাকে আমায় 
কালরাতে কীবা কথা হয় 
শুধু গা ছমছম পথে না-দেখা ভূতের ভয়।


সাপলুডো খেলা খেলি জিতি-হারি বারবার 
ড্রেনের মাছিরাও সুখে এখানে পেতেছে সংসার।


নর্দমায় জ্যোৎস্না হাপুচুপু খায় 
আপশোশে কীবা এসে যায় 
কিছুই তো চাইনি আমি 
তবু কেন পিছে ডাকে আমায়।


পুলিশের কোলে দোলে রাজ 
কমণ্ডলুতে রাখা বারুদের সাজ

হাটে ডুগডুগি বাজে, 
দেখি ভালুকের নাচ 
পিছে দেখি কে বলে? 
'শিরদাঁড়াটা সোজা করে বাঁচ।'


চুম্বনেও বিষ আছে 
তবুও অভ্যাস 
ফুঁ দিলে একসাথে 
থেমে যায় বিষাক্ত নিশ্বাস।

 

Comments :0

Login to leave a comment