কবিতা
ফুঁ দিলে
বিদ্যুৎ রাজগুরু
মুক্তধারা
কিছুই তো চাইনি আমি
তবু কেন পিছে ডাকে আমায়
কালরাতে কীবা কথা হয়
শুধু গা ছমছম পথে না-দেখা ভূতের ভয়।
সাপলুডো খেলা খেলি জিতি-হারি বারবার
ড্রেনের মাছিরাও সুখে এখানে পেতেছে সংসার।
নর্দমায় জ্যোৎস্না হাপুচুপু খায়
আপশোশে কীবা এসে যায়
কিছুই তো চাইনি আমি
তবু কেন পিছে ডাকে আমায়।
পুলিশের কোলে দোলে রাজ
কমণ্ডলুতে রাখা বারুদের সাজ
হাটে ডুগডুগি বাজে,
দেখি ভালুকের নাচ
পিছে দেখি কে বলে?
'শিরদাঁড়াটা সোজা করে বাঁচ।'
চুম্বনেও বিষ আছে
তবুও অভ্যাস
ফুঁ দিলে একসাথে
থেমে যায় বিষাক্ত নিশ্বাস।
Comments :0