কবিতা
লাসেরা স্লোগান দেয়
ধীমান সরকার
মুক্তধারা
চার পাশে এবরো খেবরো মৃত্যুর আখরা
আমি বিমূঢ় হয়ে যাচ্ছি,
প্রতিদিন আমি মাসুল দিচ্ছি,
আমারে পাহারা দেয় জাগ্রত লাসরা।
ভবিষ্যৎ হারানো কঙ্কালেরা
আমার সাথে প্রেম করে,
আমি নিয়ত হাপাচ্ছি
স্বপ্ন কিনছি, আর বেঁচছি
সব পেয়েছির বাজারে।
কল্পনার নক্ষত্র মুদ্রায়
লাভ লোকসান হয়,
কবিতার কথায় মৃত্যুরা,
সুরে সুরে গদ্য গায়,
অগনিত লাসেরা মিছিল করে,
লাসেরা স্লোগান দেয়,
'লড়াই চাই- লড়াই করে বাঁচতে চাই'।
রোমহর্ষক মেকি প্রতিবাদে
বোধ বুদ্ধির ককটেল বিবেচনার,
রক্তে লাল রাজপথে,
জয় হয় চাটুকারিতার।
সব বাঁধা সরাবো,
আমার অর্জিত চেতনাকে,
নিশান বানিয়ে আকাশে তুলে,
লাথি মেরে আগল ভাঙবো,
কফিনে বন্দী স্বপ্নের ফসিলকে
মুক্ত করবো বলে।
Comments :0