কবিতা
আকষর্ণ
গঁঙ্গাধর সরকার
মুক্তধারা
আকর্ষণ এখনো আছে। তাই
অর্ধাঙ্গিনীর বক্রোক্তি —
শকুনের চোখ —
অত দেখার কি আছে?
কাঠ ঠোকরার মত ঠুকে ঠুকে
কবিতার দেহ থেকে
নিংড়ে নিতে চাও যৌবনের ঘ্রাণ —
অশীতিপর তোমাকে
বিশ্বাস করে না
এখন-ও ।।
কবিতা
আকষর্ণ
গঁঙ্গাধর সরকার
মুক্তধারা
আকর্ষণ এখনো আছে। তাই
অর্ধাঙ্গিনীর বক্রোক্তি —
শকুনের চোখ —
অত দেখার কি আছে?
কাঠ ঠোকরার মত ঠুকে ঠুকে
কবিতার দেহ থেকে
নিংড়ে নিতে চাও যৌবনের ঘ্রাণ —
অশীতিপর তোমাকে
বিশ্বাস করে না
এখন-ও ।।
Comments :0