POETRY — GITA DEY | RANJAN ASBEI — MUKTADHARA | 16 MAY 2024

কবিতা — গীতা দে | রঞ্জন আসবেই — মুক্তধারা | ১৬ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   GITA DEY  RANJAN ASBEI  MUKTADHARA  16 MAY 2024

কবিতা 

রঞ্জন আসবেই

গীতা দে

মুক্তধারা 


 

মৃতের পাহাড় ঠেলে এখানে 
এই প্রান্তরে এসে দাঁড়িয়েছি, 
সুদূর অতীতের স্মৃতি ভিড় করে আসে 
রথযাত্রার মেলা, নদীতে প্রদীপ ভাসানো 
স্মৃতি গুলি মেঘের সঙ্গে 
মেঘ হয়ে উড়ে গেলে 
টুপটাপ ঝরে পড়ে বকুল পারুল
অনবকাশের উজান ঠেলে কে আসছে। 
ওই তো নন্দিনী, গলায় রক্তকরবীর মালা 
এই বধ্যভূমিতে সে আহ্বান জানিয়েছে রক্তলেকে, 
রঞ্জন আসবেই, হাজার রক্তচক্ষু 
আর প্ররোচনা ন্যুব্জ করতে পারেনি যৌবনকে এখনও 
তার দৃপ্ত যৌবনকে এখন লুপ্ত হয় 
তার শুভবুদ্ধি, বিবেক মনুষ্যত্ব, 
যক্ষপুরীর আগল সে ভাঙবেই 
এ প্রতীক্ষা....
 

Comments :0

Login to leave a comment