কবিতা
ডাক
জয়নাল আবেদিন
মুক্তধারা
তোর খুঁজতে ছুটন্ত পা
সামনে দুটো হাত
ঘোমটা মুড়ে কে দাঁড়িয়ে
দাওগো দুটো ভাত।
সুর খুঁজতে গান ধরেছি
পিছনে থাক রাত
মানুষ হওয়ার শপথ নিয়ে
ভুলেছি জাতপাত।
পথ খুঁজতে পথ ভুলেছি
কেটে যাচ্ছে তাল
সামনে ম্যাজিক অদৃশ্য চোখ
নাচাচ্ছে কঙ্কাল।
আমার ঘরে তোমার ছায়া
ছায়ায় ছায়ায় ফাঁক
আকাশ জুড়ে আলোর মেলা
সেই দিয়েছে ডাক।
Comments :0