POETRY — JOYNUL ABEDIN | DAK — NATUNPATA | SATURDAY 13 JULY 2024

কবিতা — জয়নাল আবেদিন | ডাক — মুক্তধারা | শনিবার ১৩ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   JOYNUL ABEDIN  DAK  NATUNPATA  SATURDAY 13 JULY 2024

কবিতা

ডাক

জয়নাল আবেদিন

মুক্তধারা

 

তোর খুঁজতে ছুটন্ত পা 
সামনে দুটো হাত 
ঘোমটা মুড়ে কে দাঁড়িয়ে 
দাওগো দুটো ভাত।

সুর খুঁজতে গান ধরেছি 
পিছনে থাক রাত 
মানুষ হওয়ার শপথ নিয়ে 
ভুলেছি জাতপাত।

পথ খুঁজতে পথ ভুলেছি 
কেটে যাচ্ছে তাল 
সামনে ম্যাজিক অদৃশ্য চোখ 
নাচাচ্ছে কঙ্কাল।

আমার ঘরে তোমার ছায়া 
ছায়ায় ছায়ায় ফাঁক
আকাশ জুড়ে আলোর মেলা 
সেই দিয়েছে ডাক।

Comments :0

Login to leave a comment