POETRY — LIPIKA CHATTAPADHAYA | RAKTE MATAL — NATUNPATA | 14 MAY 2024

কবিতা — লিপিকা চট্টোপাধ্যায় | রক্তে মাতাল — মুক্তধারা | ১৪ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  LIPIKA CHATTAPADHAYA  RAKTE MATAL   NATUNPATA  14 MAY 2024

কবিতা

রক্তে মাতাল
লিপিকা চট্টোপাধ্যায়

মুক্তধারা

বিনিসুতোয় গাঁথা তোমার 
বৈশাখি দিন, প্রিয় 
ভালোবাসার হাওয়ায়  ওড়ে 
রঙিন উত্তরীয় ।
ঋতুবদল সবুজ রাখে 
মর্ত্যধূলির বাস
শিথিল মুঠোয়  মাটির প্রদীপ
জ্বলছে বারোমাস।
নীরব কবি, তোমার সহজ 
তোমার গোপন যতো 
অকম্পিত বুকে আছে 
হয়নি অভিহত ।
তবু  দহন হৃদয় জুড়ে 
দারুণ বহ্নিপাত 
'তৃষাকাতর পান্থ ' পায় না 
জলের ধারাপাত ।
মুখর কবি,তুমি  কী আজ 
হতাশ, বিহ্বল 
নিরাশ্বাসের জমাট ব্যথায়
নীরব  কোলাহল !
কথার প্রলাপ ঢাকছে মুখের 
রঙের প্রলেপ সব 
সে অভ্যাসে মিশছে কত
আত্মপরাভব ।
কী অঞ্জলি দেবো তোমায় 
স্থবির করে মন 
অবিশ্বাস আর অবিচারের 
উষ্ণ আলিঙ্গন ?
তুমি প্রেমিক, রক্তে মাতাল 
অবাক করা সুখ 
তোমার জন্য একলা আমার 
আসন পাতা বুক।

Comments :0

Login to leave a comment