POETRY — MADHUMITA GANGULY | RAMMOHUN — NATUNPATA | SATURDAY 27 JULY 2024

কবিতা — মধুমিতা গাঙ্গুলী | বৃষ্টিধারা — রামমোহনরা | মুক্তধারা — শনিবার ২৭ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

POETRY    MADHUMITA GANGULY  RAMMOHUN  NATUNPATA  SATURDAY 27 JULY 2024

কবিতা

বৃষ্টিধারা — রামমোহনরা

মধুমিতা গাঙ্গুলী

মুক্তধারা

'সতীদাহ' প্রথা ছিল সেই সে কালে। 
ছোট্ট মেয়ে, লাল চেলী, সমাজ চাকার জালে।

সেদিন চৈত্রমাস, জ্বলছে আগুন চিতার 
দাউ দাউ দাউ জ্বলছে শুধুই নামটি নেই-নেভার। 
মরার উপর জ্যান্ত মানুষ, পুড়ছে — পুড়ে খাক, 
নিভবে আগুন — আকাশ জুড়ে বৃষ্টি দেব কি ডাক?
নীল আকাশে হঠাৎ জমে বজ্র কঠিন মেঘ,
বাতাস, মাটি খবর পেল, নতুন স্বপ্নাবেশ, 
নিভল চিতা, বাঁচল জীবন আবার? 
'রামমোহন' নামটি সেই প্রবল বৃষ্টি ধারার।


 

Comments :0

Login to leave a comment