কবিতা
রমণ-উজানে
নিমাই চাঁদ হালদার
মুক্তধারা
রমণ-উজানে সে গেছে ভেসে। তাকে দেখে সূর্য মুখ ঢেকেছিল মেঘকেশদামে। চঞ্চল হরিণীর উদ্বেগ নিয়ে প্রত্যাখ্যান করে পুরানো শীতল ছায়া। অলীক সুখের স্রোতে তাঁর ইচ্ছা-কদম্ব ভেসে যায় স্নিগ্ধ চাঁদের মাধুরী পান করতে করতে বিষাদের মোহনায়। ঝরা ফুলের ব্যথা সে বুঝেছিল মল্লিকা-যুঁই আর রজনীগন্ধার সুরভিত অন্ধকারে। মধুর বিহগতানে সে পেয়েছিল বেহাগের স্বাদ, সবুজ পাতায় খুঁজেছিল স্নেহচিহ্ন, মেঘ-বালিকার ক্রন্দনে স্বপ্নের নীলে সে আজও হারিয়ে যেতে চায় মধুমন্তী মহুলের সংকেতে। স্মৃতির মেদুরতা তাঁর চূর্ণকুন্তলে রেখে যায় সংগোপনে সহস্র শীৎকার। ভালোবাসার প্রত্ন-আকাশে সে আর ফিরবে না, কথা ভাঙবেনা ব'লে।
Comments :0