POETRY — NIRMALENDHU SHAKHARU | UNISH EALEI — MUKTADHARA | 18 MAY 2024

কবিতা — নির্মলেন্দু শাখারু | উনিশ এলেই — মুক্তধারা | ১৮ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   NIRMALENDHU SHAKHARU  UNISH EALEI  MUKTADHARA  18 MAY 2024

কবিতা

উনিশ এলেই
নির্মলেন্দু শাখারু

মুক্তধারা

উনিশ এলেই হৃদয় জাগে,
ছোটায় যেন আশার ঘোড়া!
উনিশ এলেই ভোরের আলোয়
সাজাই রঙিন ফুলের তোড়া!

উনিশ এলেই খুঁজিফিরি
ছোট্ট সে বোন কমলাকে,
উনিশ এলেই অনুরাগে
কে যেন তাঁর ছবি আঁকে।

উনিশ এলেই ভাষা শহিদ--
কানাই হিতেশ জাগে মনে,
উনিশ এলেই লাল চেতনার--
আগুন ঝরে পলাশ বনে!

উনিশ এলেই ঋদ্ধভূমি--
ছন্দে বরাক ফিরে আসে,
উনিশ এলেই উনিশ আবেগ
আকাশ নীলে আলোয় ভাসে!

Comments :0

Login to leave a comment