কবিতা
নজরুল আছে
সুব্রত চৌধুরী
মুক্তধারা
নজরুল আছে -
চেতনার ওই বোধে আর
শোষিতের রক্তে,
থরো থরো কাঁপনে
শোষকের তক্তে।
নজরুল আছে -
বদ্ধ কারার লোহার শেকল
ভেংগে ফেলার গানে ,
দৃপ্ত পায়ে কদম ফেলে
সমুখ সমর পানে ।
নজরুল আছে-
ভেদাভেদ ভুলে গিয়ে
গড়ে ওঠা সমতায়,
রক্তে ভেজা শোষিতের
ফিরে পাওয়া ক্ষমতায়।
আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র।
Comments :0