কবিতা
রবি প্রয়াণ
সুব্রত চৌধুরী
মুক্তধারা
বাইশে শ্রাবণ আসে ফিরে ঝড়ো হাওয়ার তোড়ে
রবির সুরে গায় যে পাখি আবীর রাঙা ভোরে।
ভোরবিহানে জেগে দেখি গীতবিতান হাতে
গুনগুনিয়ে ভাইয়া আমার গানের সুরে মাতে।
মামনিটা ফুলের মালা পরায় রবির গলে
ধূপ ধুনো আর মোমের বাতি ছবির সামনে জ্বলে।
রংতুলিতে আঁকে দাদু প্রয়াণ দিনের ছবি
শোভাযাত্রা,কথামালা,নাচের দৃশ্য সবই।
ফুলে ফুলে জারুলতলা শোকের কালো সাজে
ব্যথার করুন সুরে রবি প্রাণের মাঝে বাজে।
রবির গানের ছন্দে ছন্দে কচিকাঁচা নাচে
ব্যথার জোয়ার দিকে দিকে প্রয়াণ দিনের আঁচে।
——————————————————
ঠিকানা- আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র
Comments :0