প্রবন্ধ
কল্পনায় মোল্লা নাসিরউদ্দিন
মনীষ দেব
মুক্তধারা
মোল্লা নাসিরউদ্দিন এক মানচিত্র না মানা মানুষ এবং চিরকালের বিস্ময় — বিস্ময় ভাবনায়-উপস্থাপনায়-প্রয়োগে এবং কল্পনায় এক নানারঙের মোল্লা নাসিরউদ্দিন! পৃথিবীর সব মানচিত্র মুছে, মোল্লা পৌঁছে গেছেন সবার দোরে-দোরে। কী অনায়াস সেই পৌঁছে যাওয়া — পৃথিবীর কোনও চৌকাঠে হোচোট খায় নি মোল্লা, এক সাবলীল পথচলা শতাব্দীর পর শতাব্দী!
মোল্লা কারও কাছে বীর — যে বীরত্ব পরাজিত মানুষের বুদ্ধির জয়গান, যে মানুষ হারতে হারতে জিততে শিখেছে। জয় পরাজয়ের রুক্ষ উষর ধূসর মাটির বুকে একবার ফিরে এসো মোল্লা নাসিরউদ্দিন — রক্তাত মরুভূমি, রক্তে লেখা মধ্যপ্রাচ্যের পশুখামার "প্যালেস্তাইন।" মানুষ জীবন যেখানে পশুর থেকেও সস্তা। খুন — খতম যেখানে উল্লাস। সেখানে এই উল্লাসে তালি দিচ্ছে জল্লাদের আলখাল্লা পড়া শাসকের দল খুন যাদের অভ্যাস 'রাষ্ট্র' নামক নামবলী গায়ে চাপিয়ে।
পৃথিবীর ল্যাবরেটরিতে — প্যালেস্তাইন যেন গিনিপিগ। কোর্ট-মার্শাল চলছে মোল্লা, কোর্ট-মার্শাল চলছে — শুধু এই বেলেল্লাপনার মুখোশ খুলে দিতে ফিরবে নাকি — মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা। বলবে নাকি, পৃথিবীর সবচেয়ে বোকা মানুষের মতো, সবচেয়ে প্রয়োজনীয় কথাটা — তামাম শাসকের প্রশ্নের মুখে।
— প্যালেস্তাইন' দখল করতে গেলে পাঠালে মোল্লা আপনি কি করতেন?
— দখল করতাম না।
— কিন্তু, কেন?
— দখল তো হয়ে গেছে।
— সে কী, আপনিতো যুদ্ধই করলেনা না। তবে দখল করলেন কি-ভাবে?
— বিনাযুদ্ধে।
— বিনাযুদ্ধে; কেউ কানা-কড়িও দেয় না আর তুমি মোল্লা প্যালেস্তাইন জিতে নিলে?
— আসলে আপনারা শুধু বেঅকুফ নন। আপনারা আহাম্মকও।
— মোল্লা, আমরা আমীর-ওমরাহ, তুমি আমাদের অপমান করতে পারনা।
— আহা চটছেন কেন! আপনারা আমাকে প্যালেস্তাইন দখল করতে বলেছিলেন। তা আমি প্যালেস্তাইন যাব শুনে প্যালেস্তাইনের সবাই জয়ধ্বনি দিচ্ছিল আমার নামে; আমি না পৌঁছেও ওদের জয় করে নিলাম। আর আপনারা গোলা-বন্দুক-বোমা ছুঁড়েও ওদের জয় না করে ধ্বংস করছেন। তাহলে বেঅকুফ কে? আমি না আপনারা?
আজও কাল্পনায় — তুমি অপরাজিত মোল্লা নাসিরউদ্দিন।
Comments :0