PROBANDHA — MANISH DEB | MOLLA NASIRUDDIN — MUKTADHARA | WEDNESDAY 10 JULY 2024

প্রবন্ধ — মনীষ দেব | কল্পনায় মোল্লা নাসিরউদ্দিন — মুক্তধারা | বুধবার ১০ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

PROBANDHA  MANISH DEB  MOLLA NASIRUDDIN  MUKTADHARA  WEDNESDAY 10 JULY 2024

প্রবন্ধ

কল্পনায় মোল্লা নাসিরউদ্দিন

মনীষ দেব

মুক্তধারা

 

 

         মোল্লা নাসিরউদ্দিন এক মানচিত্র না মানা মানুষ এবং চিরকালের বিস্ময় — বিস্ময় ভাবনায়-উপস্থাপনায়-প্রয়োগে এবং কল্পনায় এক নানারঙের মোল্লা নাসিরউদ্দিন! পৃথিবীর সব মানচিত্র মুছে, মোল্লা পৌঁছে গেছেন সবার দোরে-দোরে। কী অনায়াস সেই পৌঁছে যাওয়া — পৃথিবীর কোনও চৌকাঠে হোচোট খায় নি মোল্লা, এক সাবলীল পথচলা শতাব্দীর পর শতাব্দী!
        
         মোল্লা কারও কাছে বীর — যে বীরত্ব পরাজিত মানুষের বুদ্ধির জয়গান, যে মানুষ হারতে হারতে জিততে শিখেছে। জয় পরাজয়ের রুক্ষ উষর ধূসর মাটির বুকে একবার ফিরে এসো মোল্লা নাসিরউদ্দিন — রক্তাত মরুভূমি, রক্তে লেখা মধ্যপ্রাচ্যের পশুখামার "প্যালেস্তাইন।" মানুষ জীবন যেখানে পশুর থেকেও সস্তা। খুন — খতম যেখানে উল্লাস। সেখানে এই উল্লাসে তালি দিচ্ছে জল্লাদের আলখাল্লা পড়া শাসকের দল খুন যাদের অভ্যাস 'রাষ্ট্র' নামক নামবলী গায়ে চাপিয়ে।
      
        পৃথিবীর ল্যাবরেটরিতে — প্যালেস্তাইন যেন গিনিপিগ। কোর্ট-মার্শাল চলছে মোল্লা, কোর্ট-মার্শাল চলছে — শুধু এই বেলেল্লাপনার মুখোশ খুলে দিতে ফিরবে নাকি — মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা। বলবে নাকি, পৃথিবীর সবচেয়ে বোকা মানুষের মতো, সবচেয়ে প্রয়োজনীয় কথাটা — তামাম শাসকের প্রশ্নের মুখে। 
— প্যালেস্তাইন' দখল করতে গেলে পাঠালে মোল্লা আপনি কি করতেন?
— দখল করতাম না।
— কিন্তু, কেন?
— দখল তো হয়ে গেছে।
— সে কী, আপনিতো যুদ্ধই করলেনা না। তবে দখল করলেন কি-ভাবে?
— বিনাযুদ্ধে।
— বিনাযুদ্ধে; কেউ কানা-কড়িও দেয় না আর তুমি মোল্লা প্যালেস্তাইন জিতে নিলে? 
— আসলে আপনারা শুধু বেঅকুফ নন। আপনারা আহাম্মকও।
— মোল্লা, আমরা আমীর-ওমরাহ, তুমি আমাদের অপমান করতে পারনা।
— আহা চটছেন কেন! আপনারা আমাকে প্যালেস্তাইন দখল করতে বলেছিলেন। তা আমি প্যালেস্তাইন যাব শুনে প্যালেস্তাইনের সবাই জয়ধ্বনি দিচ্ছিল আমার নামে; আমি না পৌঁছেও ওদের জয় করে নিলাম। আর আপনারা গোলা-বন্দুক-বোমা ছুঁড়েও ওদের জয় না করে ধ্বংস করছেন। তাহলে বেঅকুফ কে? আমি না আপনারা?
    
     আজও কাল্পনায় — তুমি অপরাজিত মোল্লা নাসিরউদ্দিন।

 

Comments :0

Login to leave a comment