STORY — MOLLA NASIRUDDIN | GADHA BECHA — MUKTADHARA | MONDAY 8 JULY 2024

গল্প — মোল্লা নাসিরুদ্দীন | গাধা বেচা — মুক্তধারা | সোমবার ৮ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

STORY  MOLLA NASIRUDDIN   GADHA BECHA  MUKTADHARA  MONDAY 8 JULY 2024

গল্প

গাধা বেচা
মোল্লা নাসিরুদ্দীন

মুক্তধারা

মোল্লার গাঁয়ে প্রতি শুক্রবার হাট বসে সকালে হাটে এসে মোল্লা একটা করে গাধা বেচে। 
মোল্লার গাধাগুলো দিব্য, দামও কম। 
এক বড়লোক গাধাব্যবসায়ী একদিন মোল্লাকে পাকড়ে বললেন। কী করে এত কম দামে গাধা বেচেন মশাই? আমার লোকগুলো চাষাদের কাছ থেকে প্রায় বিনি পয়সায় খড় দানা বিচালি জোগাড় করে। যারা গাধাদের তদারকির করে তাদের যৎসামান্য মাইনেও প্রায় দিতেই হয় না। তবুও আমি গাধা আপনার দামে দিতে পারি না। 
মোল্লা বললেন এ তো খুব সহজ। আপনি খাবার চুরি করেন, আপনার লোকেদের শ্রম চুরি করেন। আমি শুধু গাধা চুরি করি আর বেচি।

Comments :0

Login to leave a comment