US OPEN TENNIS

ইউএস ওপেনের খেতাব ধরে রাখলেন সাবলেঙ্কা , পুরুষদের মেগা ফাইনাল

খেলা

শনিবার ইউএস ওপেনের মহিলাদের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের শীর্ষ র্যাঙ্কিংয়ের আরিয়ানা সাবলেঙ্কা এবং নবম স্থানীয় আমান্ডা এনিসমোভা। নিজের আমান্ডাকে হারিয়ে ইউএস ওপেনের খেতাব ধরে রাখতে সক্ষম হলেন সাবলেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেন ও রোলাঁ গাঁরোতে হারের পর ফের খেতাব অর্জন করলেন সাবলেঙ্কা । কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের পরবর্তীতে সাবলেঙ্কাই দ্বিতীয় টেনিস খেলোয়াড় যিনি পর পর দুইবার এই প্রতিযোগিতার খেতাব জিতলেন। ৬-৩, ৭-৬ ব্যবধানে সাবলেঙ্কা হারান এনিসমোভাকে। এই নিয়ে নিজের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এই বেলারুশিয়ান টেনিস তারকা।

শনিবারের পর পুরুষদের মেগা ফাইনাল ইউএস ওপেন। নামবেন বিশ্বের সেরা দুই খেলোয়াড় জান্নিক সিনার ( বিশ্ব র্যাংকিং ১ ) এবং কার্লোস আলকারেজ ( বিশ্ব র্যাংকিং ২ )। ফেডেরার - নাদালের পর এই দুই তারকার প্রতিদ্বন্দ্বিতাই নজর কেড়েছে বিশ্ব টেনিসপ্রেমীদের মনে। দক্ষতার বিচারে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। এই দুই তারকার মোট ১৪বারের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে অবশ্যই রয়েছেন স্প্যানিশ আলকারেজ । ৯বার জিতেছেন তিনি এবং ইতালিয়া সিনার জিতেছেন ৫বার। তবে গত উইম্বলডন ও সিনসিনাটি ওপেনের ফাইনালে পর পর দুইবার জয় পেয়েছেন সিনার। গত বছরের ইন্ডিয়ান ওয়েলস ওপেন , ফ্রেঞ্চ ওপেন , চায়না ওপেন , এই বছরের ইতালিয়ান ওপেন , ফ্রেঞ্চ ওপেন ও সিনসিনাটি ওপেনের ফাইনালে পর পর পাঁচবার সিনারের বিরুদ্ধে জয় পেয়েছেন আলকারেজ । নিউ ইয়র্কের আর্থার আশে স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ১১:৩০টায় শুরু হবে এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ।  

 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন