Kultali Rape

কুলতলির নির্যাতিতার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হল কল্যানীতে

রাজ্য জেলা

জয়নগর কুন্দখালী গোদাবর পঞ্চায়েতের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ধর্ষিতা মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হল কল্যাণী জে এনএম হাসপাতালে। কল্যাণী এইমসের সুপার ডা:অজয় মল্লিক সহ  তিনজন ফরেনসিক মেডিসিনের চিকিৎসক এই ময়না তদন্তের জন্য কল্যাণী মর্গে এসে পৌঁছেছেন।   নির্যাতিতা শিশুটির বাবা, কাকা সহ পরিবারের কয়েকজন ময়না তদন্ত প্রত্যক্ষ করবার জন্য কল্যানী এসেছেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন