আচমকা ঝড়, মুষলধারায় বৃষ্টিতে লন্ডভন্ড হল রায়দিঘি। মঙ্গলবার সকালে ঝড়ে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ছাউনি উড়ে গেছে। বড় বড় গাছ উপড়ে পড়েছে। ডাল ভেঙেছে। বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ায় গোটা এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঘটনাটি ঘটে রায়দিঘির উত্তর কুমারপাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারের বাসিন্দারা খোলা আকাশের নীচে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল প্রায় ৯টা নাগাদ আচমকা ঝড় ওঠে। সঙ্গে মুষলধারায় বৃষ্টি। কিছু বুঝে ওঠার আগেই সব লন্ডভন্ড হয়। আতঙ্কে তাঁরা ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ঘরের খড়ের ছাউনি, অ্যাসবেস্টসের ছাউনি ঝড়ে উড়ে গিয়েছে। স্থানীয় বিধায়ক, ব্লক ও পঞ্চায়েত প্রশাসনের কর্মকর্তা, আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ব্লক প্রশাসনের তরফে ত্রাণের আশ্বাস দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন।
Raidighi Storm
ক্ষণিকের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড রায়দিঘি, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

×
Comments :0