Madhyamik result 2024

সোমদত্তার বাড়ি গিয়ে দেখা করলেন সৃজন

রাজ্য

সোমদত্তার বাড়িতে সৃজন ভট্টাচার্য, চন্দনা ঘোষ দস্তিদার

মাধ্যমিকে দশম হয়েছে কমলা গার্লস স্কুলের ছাত্রী সোমদত্তা সামন্ত। তার সাথে দেখা করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন তিনি সোমদত্তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানান। বেশ কিছুক্ষণ তার বাড়িতে থাকেন। 

আগামীতে কী পড়ার ইচ্ছে জিজ্ঞেস করে। পরামর্শ দেয়, লেখাপড়া নিয়ে। বাড়িতে যান সিপিআই(এম) নেত্রী চন্দনা ঘোষ দস্তিদার, ডিওয়াইএফআই নেত্রী তনুশ্রী মণ্ডলও। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন