jadavpur

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে যাদবপুরে মিছিল

জেলা

শনিবার পূর্ব যাদবপুরের মুকুন্দপুরে মিছিল।

 


আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সন্দেশখালির আন্দোলনকারী মহিলাদের প্রতি সংহতি জানাতে মিছিল হল পূর্ব যাদবপুরে। শনিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যাদবপুর পূর্ব আঞ্চলিক কমিটির উদ্যোগে ঘৃণার রাজনীতিকে পরাস্ত করো মহিলাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করো শ্লোগানকে সামনে রেখে এই মিছিল পরিক্রমা করে মুকুন্দপুর থেকে অজয়নগর মোড় পর্যন্ত। মিছিলে সামনের সারিতে ছিলেন সংগঠনের রাজ্য নেত্রী অপর্ণা ব্যানার্জি, আঞ্চলিক কমিটির সভানেত্রী মুনমুন দে, সম্পাদিকা সুজাতা গুপ্ত, নন্দিতা রায়, অসীমা পাল প্রমুখ। 

 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন