ভোট ময়দানে বিজেপি’র হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম প্রধান অ্যাজেন্ডা বিদেশি অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী হিসাবে তাদের টার্গেট বাংলাভাষীরা অর্থাৎ বাংলাদেশ থেকে আগত মানুষরা। ভারতের প্রতিবেশী দেশ ৬টি। মোদী সরকার এবং শাসক বিজেপি’র ভাষ্য অনুযায়ী আর কোনও দেশ থেকে অনুপ্রবেশ ঘটছে না। কেবলমাত্র বাংলাদেশ থেকেই অনুপ্রবেশ ঘটছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে সব নেতা-মন্ত্রীরা অনর্গল বলে চলেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীতে দেশ নাকি ভরে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কত জন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছে তার কোনও তথ্য পরিসংখ্যান কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রকাশ করেনি। তাই অনুপ্রবেশকারীতে দেশ ভরে যাচ্ছে এমন ভাষণ প্রলাপ ছাড়া আর কিছুই নয়। অনুপ্রবেশের বিপদ মানুষকে বোঝাতে হলে তথ্য পরিসংখ্যান সহ যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বোঝাতে হবে। মনগড়া কাল্পনিক ভাষণ দিয়ে গুজব ছড়ানো যায়, প্রকৃত বাস্তবের সন্ধান দেওয়া যায় না। আর গুজব সব সময়ই ক্ষতিকারক। সঙ্কীর্ণ স্বার্থান্বেষীদের স্বার্থ হলেও সামগ্রিকভাবে দেশ ও জাতির ক্ষতি হয়।
সাধারণভাবে অনুপ্রবেশ হয় গরিব দেশ থেকে ধনী দেশে কাজের অভাবে, রুজির টানে অনেকে বিদেশে পাড়ি দেয় অনেক ঝুঁকি নিয়ে বেআইনিভাবে। এমনই কাজের সন্ধানে ভারত থেকে সবচেয়ে বেশি মানুষ যায় আমেরিকা সহ অন্যান্য উন্নত দেশে। এদের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যাও বিপুল। আর অবিশ্বাস্য হলেও এটা সত্য আমেরিকায় ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে সর্বাধিক মোদী-শাহর রাজ্য গুজরাটের। মোদীদের মডেল রাজ্য গুজরাট নাকি দেশের মধ্যে সবচেয়ে উন্নত। অথচ সেই গুজরাটের মানুষই সর্বাধিক সংখ্যায় বেশি রুজির আশায় আমেরিকায় যাচ্ছে বেআইনিভাবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন যে সব বেআইনি বিদেশীদেশিদের ফেরত পাঠিয়েছে তাদের মধ্যে ভারতীয়র সংখ্যা অনেক। আর বিতাড়িত ভারতীয়দের বেশিরভাগ গুজরাটের।
যে কারণে ভারতীয়রা বিদেশে অবৈধভাবে যায় বাংলাদেশ থেকেই যদি কেউ এসে থাকে সেকারণেই এসেছে। মার্কিন সরকারের কাছে বিদেশি অনুপ্রবেশকারীদের তথ্য পরিসংখ্যান আছে। মোদী সরকারের কাছে তেমন কোনও তথ্য নেই। থাকলেও প্রকাশ করে না গুজব ছড়ানো ফাঁস হয়ে যাবে বলে। মোদীরা বাংলাদেশিদের টার্গেট করেছে তারা মুসলিম বলে। নেপাল, ভুটান, মায়ানমার থেকে এলে তারা যেহেতু মুসলিম নয় তাই ধর্মীয় বিভাজনের রাজনীতি জমবে না। তাই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী কথা বলে আসলে বাংলাভাষী মুসলিমদেরই আক্রমণের লক্ষ্য করা হচ্ছে। গত কয়েক মাস ধরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মুসলিমদের যেভাবে ধরপাকড় করে হেনস্তা করা হচ্ছে সেটাই পরিকল্পিত। গোটা দেশে এই ধারণা প্রতিষ্ঠিত করতে চাইছে বাংলাদেশি মুসলিমরা এসে জমি, চাকরি দখল করছে। আদিবাসী, হিন্দু মেয়েদের বিয়ে করে প্রচুর সন্তান উৎপাদন করে। ফলে কিছু দিনের মধ্যে তারা দেশটাই দখল করে নেবে। অনেকটা রূপকথার গল্পের মতো হলেও বিজেপি এটাকেই বিশ্বাস করাতে চাইছে ভোটের স্বার্থে মেরুকরণের জন্য। ভারতে ১৪৫ কোটি মানুষের মধ্যে মুসলিম জনসংখ্যা ২৩ কোটির কাছাকাছি। বাংলাদেশে মোট মুসলিম ১৭ কোটি। গোটা বাংলাদেশের মুসলিমরা ভারতে চলে এলে ৪০ কোটি হবে। সুতরাং অনুপ্রবেশের রাজনৈতিক জিগির তোলা এক ধরনের পাগলামি ছাড়া আর কিছুই নয়।
Editorial
অনুপ্রবেশ জিগির

×
Comments :0