গত এপ্রিল মাসে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সংশোধিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে উত্তেজনা ছড়ায় জঙ্গিপুর পুলিশ জেলার তিনটি থানা এলাকায়। পুলিশ যথেষ্ট তৎপর ছিল না বলেই উত্তেজনা বাড়তে থাকে এমনই অভিযোগ ছিল স্থানীয়দের। গত ১২ এপ্রিল বিক্ষোভের সুযোগে একদল দুষ্কৃতী হামলা করে বিভিন্ন জায়গায়। দোকান, বাজারও ভাঙচুর করে তারা। সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামের দুই ব্যক্তির মৃত্যু হয় দুষ্কৃতীদের হামলায়। তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে। দু’জনেই সিপিআই(এম)’র সমর্থক ছিলেন।
সিপিআই(এম) নেতৃত্ব ঘটনাস্থলে গিয়েছিলেন নিহতেদের বাড়িতে। তাঁরা আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন। বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। মামলা চলছে জঙ্গিপুর আদালতে। গত ৬ জুন ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। গত ১৬ ডিসেম্বর শেষ হয় সওয়াল জবাব। সোমবার আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার সাজা ঘোষণা।
Samserganj Murder Case
সামশেরগঞ্জে বাবা ছেলে খুনে দোষী সাব্যস্ত ১৩ জন
×
Comments :0