নিজের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার বেলডাঙায় সমাবেশের মাধ্যমে দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। দলের নাম জনতা উন্নয়ন পার্টি। বিধানসভা নির্বাচনে তার দল প্রতিদ্বন্দিতা করবেন বলেও তিনি জানিয়েছেন।
গতমাসে তৃণমূল সাসপেন্ড করেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। তৃণমূলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে হুমায়ুন যেহেতু বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছেন, তার এই সাম্প্রদায়িক রাজনীতির জন্যই দলটাকে সাসপেন্ড করেছে। তবে বিধায়ক পদ ছাড়ার কথা প্রথমে বললেও এখনও সেই পদ থেকে তিনি পদত্যাগ করেননি।
দল থেকে সাসপেন্ড হওয়ার পর ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবড়ি মসজিদের শীলান্যাস করেন হুমায়ুন।
Humayun Kabir
দলের নাম ঘোষণা করলেন হুমায়ুন
×
Comments :0