রাজ্যের বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধীর ‘ভোট চোর’ প্রচারকে গুরুত্ব দেবে প্রদেশ কংগ্রেস। বিহারে এসআইআর বিরোধী ভোটাধিকার যাত্রার প্রচার রাজ্যে ছড়াতে চাইছে কংগ্রেস।
বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে প্রচারের সাংগঠনিক সজ্জা তৈরিতে জোর দিচ্ছে প্রদেশ কংগ্রেস। রাজনৈতিক বক্তব্য স্থানীয় স্তরে গ্রহণ যোগ্য করতে সংগঠনকে সাজানোর পরামর্শ দিয়েছে কংগ্রেসের জাতীয় কমিটি। বুধবার রাতে কলকাতায় আসছেন এআইসিস’র সংগঠন বিষয়ক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। প্রদেশ নেতৃত্বের সঙ্গে সবিস্তারে আলোচনায় গুরুত্ব পাবে জনসংযোগ।
প্রদেশ নেতৃত্ব জানাচ্ছেন, এআইসিসি’র জনসংযোগ এবং প্রচার বিভাগ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক পরামর্শ দিয়েছে। সেই অনুযায়ী জনসাধারণের মধ্যে দলের প্রচার করতে দক্ষ কর্মীর খোঁজে নামা হচ্ছে। এমন ‘মিডিয়া ট্যালেন্ট’ খুঁজতে নামছে কংগ্রেস।
বুধবার প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের আহ্বায়ক মিতা চক্রবর্তী এবং যুগ্ম আহ্বায়ক সুমন রায়চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি।
প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে সাংগঠনিক বিষয়ে একাধিক জরুরি মিটিং করবেন বেণুগোপাল। থাকবেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। তারপরই শহরে আসছেন কানাহাইয়া কুমার। আগামী ১৫ সেপ্টেম্বর কলকাতার রামমোহন হলে সভা ও করবেন তিনি।
প্রদেশ নেতৃত্ব জানাচ্ছেন, ২৮টি সাংগঠনিক জেলার সংখ্যা বাড়িয়ে ৩৩টি সাংগঠনিক জেলা করা হয়েছে। প্রতিটি সাংগঠনিক জেলাকে পাঁচটি কেন্দ্রে ভাগ করে সেখানে হিন্দি উর্দু ইংরেজি ও বাংলা ভাষায় মুখপাত্র রাখা হবে। এআইসিসি’র অন্যতম মুখপাত্র পবন খেরার নেতৃত্বে রাজ্যস্তরের এই মুখপত্রদের বাছাই করা হবে।
Congress
আসছেন বেণুগোপাল, বিধানসভা ভোটে জনসংযোগে বাড়তি গুরুত্ব কংগ্রেসের

×
মন্তব্যসমূহ :0