Nepal Prime Minister

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম ভাসছে নেপালে, মৃত বেড়ে ৩৩

আন্তর্জাতিক

দেশে অর্ধেকের কাছাকাছি, ৪৩ শতাংশের বয়স ১৬-৪০। কিন্তু দেশে কাজ নেই এই অংশের। প্রতিদিন ২০০০ যুব অন্য দেশে যাচ্ছেন কাজের খোঁজে। 
জ্বলতে থাকা নেপালের পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে আসছে এমন তথ্য। ২০২৪’র বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট জানিয়েছিল ১৬-২৪ বয়সের কর্মপ্রার্থী অংশে বেকারির হার ২০ শতাংশের কাছাকাছি। আরেকদিকে স্বচ্ছতা সমীক্ষা সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ জানিয়েছে দুর্নীতিতে বিশ্বের ১৮০ দেশের মধ্যে ১০৭ নম্বরে নেপাল। 
বুধবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩। আহত ১০৩৩। প্রশাসন জানিয়েছে ৭১৩ জনকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে।
বুধবার একের পর এক অগ্নিসংযোগ, লুট আটকাতে তৎপর হয়েছে সেনা। ত্রিভুবন ইন্টার ন্যাশনাল এয়ারপোর্ট থেকে চালু হয়েছে ইন্ডিগোর বিমান। ভারতের বিদেশ মন্ত্রক হেল্পলাইন চালু করে জানিয়েছে বিপন্ন ভারতীয়দের সহায়তার সবরকম চেষ্টা হচ্ছে।


এদিকে সংবাদসংস্থা জানিয়েছে নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কুরকির নাম অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে প্রস্তাব করতে পারেন বিক্ষোভকারীরা। সুপ্রিম কোর্টের রমন কুমার কর্ণ জানিয়েছেন যে সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বিক্ষোভকারীরা। 
এদিন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, দুর্নীতি এবং বেকারি নিয়ে বিক্ষোভ হচ্ছে প্রতিবেশি দেশে দেশে। এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না। তবে বিক্ষোভের কারণগুলি যেন খেয়ালে রাখে আমাদের দেশ এবং রাজ্যের সরকার।
নেপাল প্রসঙ্গে বলেন, দুর্নীতি এবং বেকারি নিয়ে বিক্ষোভ রয়েছে। এখন সেনার হাতে প্রশাসন। কিন্তু সেই সুযোগ নিয়ে রাজতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা আছে। এই প্রয়াস নেপালের পক্ষে ভালো হবে না। গণতন্ত্র রক্ষা করবেন আশা করব। 
শুধু মনে রাখুন বিক্ষোভ প্রতিবেশি দেশে দেশে বাড়ছে। যে কারণে বিক্ষোভ তা অগ্রাহ্য করার মতো নয়। আমাদের দেশের সরকারও যেন সেকথা মাথায় রাখে।

Comments :0

Login to leave a comment