শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে নামবে খালিদের জামশেদপুর এবং মানালোর গোয়া। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। সুপার কাপের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ বা ACL 2 এর প্লে অফ পর্ব খেলার। আইএসএলে শিল্ড ও কাপ দুইই জিতে ACL 2 এ সরাসরি গ্ৰুপ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে । তাই এই দুই দলেরই লক্ষ ভারতের দ্বিতীয় দল হিসেবে এশিয়ান স্তরে খেলার যোগ্যতা অর্জন করা। আইএসএলে ১৪বারের সাক্ষাতে পাল্লাভারী গোয়ার । তারা জিতেছে ৮টি এবং জামশেদপুর জিতেছে ৪টি ম্যাচ। এই সুপার কাপের একমাত্র ভারতীয় প্রধান কোচের দল জামশেদপুর। খালিদ জামিল নিজস্ব দর্শনেই তৈরী করেছেন দলটিকে। দলের দুই বঙ্গসন্তান প্রণয় হালদার ও ঋত্বিক দাস দারুন পারফর্ম করছেন। অন্যদিকে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে উঠেছে মানালোর এফসি গোয়া। গতকালই আইএসএলের সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন ব্রিসন ফার্নান্দেজ। রক্ষণে সন্দেশকে যোগ্য সহায়তা করচছেন সাহিল , জয় গুপ্তরা। আক্রমণে গুয়ারোচেনা এবং মাঝমাঠে কার্ল ম্যাকহিউই প্রধান শক্তি গোয়ার। তাই শনিবার খালিদের লক্ষ থাকবে এই দুই জায়গা ব্লক করা । এছাড়াও সেট পিস থেকে আশ্চর্য্যভাবেই হেড করে গোল করতে সিদ্ধহস্ত কার্ল। তাই সেইদিকেও নজর রাখতে হবে খালিদকে। ২০১৯-এ এই কলিঙ্গ স্টেডিয়ামেই চেন্নাইনকে হারিয়ে সুপার কাপ জিতেছিল গোয়া। এইবার সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি চাইছেন মানালো। তবে এই ট্রফি জয়ের পক্ষে বাধা হতে পারে খালিদের ক্ষুরধার মস্তিস্ক।
Kalinga Super Cup
সুপার কাপের ফাইনালে জামশেদপুর বনাম গোয়া

×
Comments :0