Kolkata App Bikes

বাইক-ট্যাক্সিতে এবার হলুদ নম্বর প্লেট, জয় আন্দোলনের

কলকাতা

Kolkata App Bikes


বাইক ট্যাক্সিতে দু'চাকার নম্বর প্লেট লাগানোর দাবি অনেকদিনের। লড়াই চালিয়েছে সিআইটিইউ। শনিবার চালু হলো বাইক ট্যাক্সির হলুদ নম্বর প্লেট। রাজ্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে দু' চাকার কমার্শিয়াল নম্বর প্লেট দিয়েছে ২৫ টি গাড়িতে। সল্টলেক আরটিও থেকে এদিন দেওয়া হয় হলুদ নম্বর প্লেট। কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটরস অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ শনিবার বলেন, "দীর্ঘ দিনের দাবি। এই চালকরা পুলিশি হয়রানি থেকে বাঁচবেন।" 

বাইক ট্যাক্সি চালকদের অনেকেরই অভিযোগ, ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা  বাইকে ভাড়া কেন, এই প্রশ্ন তুলে পুলিশ ধরে। অথচ পরিবহণ দপ্তরে দু চাকার গাড়িতে বাণিজ্যিক নথিভুক্তি চালুও করেনি এতদিন। এই সিআইটিইউ নেতা বলেন, "এটা আমাদের সংগঠিত শ্র্মিক আন্দোলনের জয়। আমাদের সংগঠন টানা আন্দোলন চালিয়েছে।"

Comments :0

Login to leave a comment