অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতিচী’তে গিয়ে শুনানির জন্য নোটিশ দিয়ে এলেন স্থানীয় বিএলও। কমিশনের কথায় নোবেল জয়ী অর্থনীতিবিদ এসআইআর ফর্মে যেই তথ্য দিয়েছেন তাতে তার মায়ের সাথে তার বয়সের ফারাক মাত্র ১৫ বছর, যা অস্বাভাবিক।
বুধবার সকালে বিএলও সোমব্রত মুখার্জি দুই সহকর্মীকে নিয়ে এদিন অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছেদেন নোটিশ। অর্থনীতিবিদের আত্মীয় শান্তভানু সেন জানান, আইনজীবীর পরামর্শে নোটিস গ্রহণ করা হয়েছে।
নোটিসে লেখা, অমর্ত্য সেনকে “প্রবাসী ভারতীয়” হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ রয়েছে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র। আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টা অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে শুনানি হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Amartya Sen
অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কাছে পৌঁছালো নোটিশ
×
Comments :0