কেন্দ্রীয় সংস্থা ইডি হানা দিয়েছে আইপ্যাক প্রধান প্রতীক জৈনর দপ্তরে। এই কর্পোরেট সংস্থা তৃণমূলের ভোট সামলায়।
কয়লা পাচার সংক্রান্ত পুরোনো মামলায় প্রতীকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে যদিও ভোটের আগে ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় সংস্থার তল্লাশি শুরু হয়। তবে দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল নেতাদের বিচার হয় না। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির দপ্তরের কর্মচারী সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বর পরীক্ষা হয়। রিপোর্ট মিললেও আর এগোয়নি তদন্ত। এক্ষেত্রে কতটা এগোয় সেটাই দেখার।
ED Raid
ইডি র তল্লাশি আইপ্যাক দপ্তরে
×
Comments :0