রাজ্য সরকারগুলি সাশ্রয়ী মূল্যের চিকিৎসা পরিকাঠামো নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, মঙ্গলবার বললো সুপ্রিম কোর্ট। আদালতের কথায় বিভিন্ন রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে থাকা অংশের মানুষের জন্য সহায়ক মূল্যের ওষুধ, বিশেষত প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে রাজ্যগুলি কোন বিশেষ ব্যবস্থা করতে পারেনি। 
আদালতের কথায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতার জন্য বেসরকারি হাসপাতাল গুলো সুযোগ পাচ্ছে ব্যবসা করার।
বিচারপতি সূর্যকান্ত এবং এন কে সিংয়ের একটি বেঞ্চ একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেখানে বলা হয় যে বেসরকারি হাসপাতালগুলি রোগীদের এবং তাদের পরিবারগুলিকে অভ্যন্তরীণ ফার্মেসিগুলি থেকে ওষুধ, ইমপ্লান্ট এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কিনতে বাধ্য করছে যা তাদের ওপর খরচের বোঝা চাপিয়ে দিচ্ছে।
পিআইএল নিয়ম অনুয়াযী বেসরকারি হাসপাতালে গুলো রোগী পরিবারকে বাধ্য করতে পারে না তাদের থেকে ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার জন্য। শীর্ষ আদালতের কথায় কেন্দ্র এবং রাজ্য সরকার গুলোর ব্যর্থতার জন্য তারা আজ বাধ্য করতে পারছে। 
দুই বিচাপতির বেঞ্চ জানিয়েছে তারা বিভিন্ন দিক খতিয়ে দেখে বুঝেছেন যে একাধিক রাজ্য স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে সাধারণ মানুষকে। যার জেরে বেসরকারি ক্ষেত্রে মানুষের ভরসা বেড়েছে। উল্লেখ্য কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে জাল স্যালাইন নিয়ে তোলপাড় হয়। মৃত্যু হয় কয়েকজনের। আঙুল ওঠে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দিকে। সেই সময় দেখা যায় নিষিদ্ধ একটি সংস্থার থেকে ওই স্যালাইন কিনেছে রাজ্য সরকার। যা ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোয়। 
উল্লেখ্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য যাতে বেসরকারি হাসপাতাল গুলো কোন ভাবে রোগীর পরিবারের ওপর চাপ তৈরি করতে না পারে তাদের দোকান থেকেই ওষুধ কেনার জন্য কিন্তু সেই ধরনের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। যা নিয়ে সমালোচনা শোনা গিয়েছে বিচারকদের কথায়।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0