Banarhat

শারদীয় উৎসবে মার্কসীয় বুক স্টল বানারহাটে

জেলা

​​শারদীয় উৎসবের প্রাক্কালে বানারহাট চা বাগান এলাকায় মার্কসীয় বুক স্টল উদ্বোধন অনুষ্ঠানে নয়া ফ্যাসিস্ট শক্তির আক্রমণ প্রতিহত করতে চেতনাকে শাণিত করার আহ্বান জানালেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।
​সিপিআই(এম) বানারহাট এরিয়া কমিটির উদ্যোগে বানারহাট উচ্চ বিদ্যালয়ের সামনে সোমবার এই মার্কসীয় বুক স্টলের উদ্বোধন করা হয়। প্রথাগতভাবে ফিতা কেটে স্টলের সূচনা করেন বর্ষীয়ান নেত্রী মিনতি দাস। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পার্টিনেতা দীপক কুন্ডু, মুকেশ রজক, কালা সরকার, অর্ধেন্দু রাহা সহ অন্যান্যরা।
​উদ্বোধনী অনুষ্ঠানের পর এরিয়া কমিটির সম্পাদক মুকেশ রজক তাঁর বক্তব্যে বলেন, "প্রগতিশীল চর্চা জারি রাখতে এবং সঠিক তথ্যের আলোয় সমাজকে আলোকিত করতে মার্কসীয় পুস্তিকার অধ্যয়ন জরুরি।" তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিস্ট শক্তির প্রচার ও অপপ্রচারের মোকাবিলা করতে মার্কসীয় দর্শনকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই বুক স্টল সেই লক্ষ্যেই একটি পদক্ষেপ। সিপিআই(এম)'র পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের দিনগুলিতে এই স্টল খোলা থাকবে এবং জনসাধারণের কাছে সুলভে মার্কসীয় সাহিত্য ও অন্যান্য প্রগতিশীল বই তুলে ধরা হবে।

Comments :0

Login to leave a comment