বিজেপির ভোট চুরি সংক্রান্ত একাধিক তথ্য ফের সামনে আনবেন বলে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার কথায় ‘ভোট চোর গাদ্দি ছোড়’ ই স্লোগান গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা এএনআইকে লোকসভার বিরোধী দলনেতা তিনি বলেছেন, ‘উপযুক্ত প্রমান দিয়ে দেখিয়ে দেবো কি ভাবে বিজেপি লোকসভা নির্বাচন, মহারাষ্ট্র এবং হরিয়ানা নির্বাচনে কারচুপি করে তারা জয়ী হয়েছে।’
দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে একাধিক তথ্য সামনে রেখে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেন তিনি। তারপর নির্বাচন কমিশন এবং বিজেপির পক্ষ থেকে লাগাতার রাহুলকে নিশানা করে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাহুল দাবি করেছেন তার কাছে এমন কিছু তথ্য প্রমান রয়েছে যার ভিত্তিতে বিজেপি এবং তার সঙ্গীরা ভোট চুরিকে মিথ্যা বলে দাবি করতে পারবে না।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়াকে এক সাক্ষাৎকারে রাহুল বিজেপির ভোট চুরির মডেলকে গুজরাট মডেল বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন বিহার নির্বাচনে বিজেপি ভোট চুরি করতে পারবে না।
উল্লেখ্য এসআইআর এবং ভোট চুরির বিরুদ্ধে বিহারে পদযাত্রা করেছেন ইন্ডিয়া মঞ্চ। প্রতিটা জেলা ঘুরেছে এই পদযাত্রা। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, এমএ বেবি, দীপঙ্কর ভট্টাচার্যের মতো নেতারা।
রাহুল বলেছেন, ‘২০১৪ সালে গুজরাটে বিজেপি ভোট চুরি করতো। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর গোটা দেশ জুড়ে ভোট চুরি করছে বিজেপি।’
Rahul Gandhi
প্রমান দিয়ে দেখিয়ে দেবো বিজেপি ভোট চোর : রাহুল

×
মন্তব্যসমূহ :0