HONG KONG OPEN SUPER 500 BADMINTON

হং কং ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

খেলা

বুধবার হং কং ওপেন সুপার ৫০০ প্রতিযোগিতায় ছিটকে ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি বন্ধু। অলিম্পিকে জোড়া পদক জয়ী এই শাটলার হেরে গেলেন ডেনমার্কের ক্রিস্টোফারসনের কাছে। প্রথম গেমে ৩-১ এগিয়েছিলেন সিন্ধু। দ্বিতীয় গেমে পর পর ৫পয়েন্ট জিতে  ১৩-১২ পয়েন্টে জয়ী হন ক্রিস্টোফারসন। শেষ গেমে ১৯পয়েন্টে ড্র হওয়ার পর টাই ব্রেকারে দুই পয়েন্ট নিয়ে সিন্ধুকে প্রতিযোগিতা থেকে ছিটকে দেন ক্রিস্টোফারসন। মরশুমের শুরুতেই জাপান ও সুইস ওপেনে হারের পর ফের একবার হারের মুখ দেখলেন সিন্ধু। এছাড়াও এই প্রতিযোগিতায় ভারতের জন্য হতাশা আরো বাড়িয়ে দিলেন উইমেন্স ডাবলসের জুটি রুতুপর্ণা এবং স্বেতাপর্ণা । ১৭-২১ এবং ৯-২১ পয়েন্টে হেরে গেলেন হং কংয়ের ভ্যানেসা পাং ও অংয়ের কাছে। মিক্সড ডাবলস বিভাগে ধ্রুব ও তানিশা ১৬-২১ ও ১১-২১ পয়েন্টে হেরে গেলেন চাইনিজ তাইপেয়ের চেং কুয়ান ও ইন হুইয়ের কাছে। বুধবার আয়ুষ শেট্টি নামবেন চাইনিজ তাইপেয়ের  সু লিং ইনের বিরুদ্ধে মেন্স সিঙ্গেলস বিভাগের ম্যাচে ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন