নির্বাচন চলাকালিন ভোটকর্মীকে প্রকাশ্যে মারধর করলেন প্রার্থী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের দেওলি-উনিয়ারা কেন্দ্র। অভিযোগ নির্দল প্রার্থী নরেশ মেনার বিরুদ্ধে। সামজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই নির্দল প্রার্থী ভোট কেন্দ্রের সামনে অমিত চৌধুরি নামে একজন আধিকারিককে মারধর করেছেন। বেশ কিছুক্ষন এই ঘটনা ঘটার পর পুলিশ এসে ওই প্রার্থীকে সড়িয়ে নিয়ে যায়।
সম্প্রতি দল বিরোধী কাজের জন্য কংগ্রেস থেকে নরেশ মেনাকে বহিষ্কার করা হয়েছে। ভারত আদিবাসী পার্টির সমর্থন নিয়ে ওই কেন্দ্র থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দিতা করছেন মেনা। প্রার্থীর অভিযোগ মহকুমা শাসক তার তিনজন লোক নিয়ে ওই কেন্দ্রে ভোট করাচ্ছিলেন।
এই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন হরিশ চন্দ্র মেনা। গত লোকসভা নির্বাচনে তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন যার ফলে ওই কেন্দ্র উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Rajasthan
মহকুমা শাসককে মারধর করলেন প্রার্থী

×
মন্তব্যসমূহ :0