ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনে ধিক্কার জানিয়ে দিল্লিতে সভা করল দশটি রাজনৈতিক দল। ভারতের মোদী সরকারের প্রায় নীরব অবস্থানকে সমালোচনার মুখে পেলেছে সভা।
এদিন দিল্লিতে হরকিষেন সিং সুরজিৎ ভবনে সভায় অংশ নেয় সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল) লিবারেশন, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, ডিএমকে, ভিসিকে, সমাজবাদী পার্টি, আরজেডি এবং আম আদমি পার্টি। সভাপতিত্ব করেছেন সিপিআই(এম)’র প্রবীন নেতা প্রকাশ কারাত।
সভায় সংহতি জানানো হয়েছে কিউবার জনগণকেও। কিউবা, কলম্বিয়া, গ্রিনল্যান্ডে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কড়া নিন্দা করেন বক্তারা।
গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, ভারত বরাবর সব দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু কেন্দ্রে এখন আসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার সেই পরম্পরা থেকে সরে আসছে। মোদী সরকার আমেরিকার অনুগত বিদেশনীতি নিয়ে চলছে। আমেরিকার চাপের কাছে মাথা নুইয়ে ফেলছে মোদী সরকার। উন্নয়নশীল বিশ্বের পক্ষে অবস্থান নিচ্ছে না। এই নীতি ছেড়ে বেরতে হবে মোদী সরকারকে। ভেনেজুয়েলা, কিউবা, প্যালেস্তাইনের জনতার প্রতি সংহতি জানাতে হবে প্রকাশ্যে। নিন্দা করতে হবে ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের।
10 Party Meet on Venezuela
ট্রাম্পের আগ্রাসনের নিন্দা করতে হবে মোদী সরকারকে, দাবি দশ দলের সভায়
দিল্লিতে সভায় দশটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
×
Comments :0