BOOKTOPIC — PRADOSH KUMAR BAGCHI— Indian Independence Movement — NATUNPATA | 12 JANUARY 2026, 3rd YEAR

বইকথা — প্রদোষকুমার বাগচী — ভারতের স্বাধীনতা সংগ্রামে বিদ্রোহের ভূমিকা — নতুনপাতা — ১২ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC  PRADOSH KUMAR BAGCHI Indian Independence Movement  NATUNPATA  12 JANUARY 2026 3rd YEAR

বইকথা 

 

নতুনপাতা

ভারতের স্বাধীনতা সংগ্রামে বিদ্রোহের ভূমিকা

 প্রদোষকুমার বাগচী

১২ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩


ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দীর্ঘ। তার বিভিন্ন ধারাও রয়েছে। অথচ  স্বাধীনতা আন্দোলন বলতে প্রায়শই ১৯২০ সালের পর থেকে ঘটনাক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর ফলে ভারতে সশস্ত্র বিদ্রোহের ইতিহাস গুরুত্বহীন হয়ে পড়ে।  অথচ দেশি-বিদেশি শাসকের বিরুদ্ধে জাত-পাত-ধর্ম নির্বিশেষে দেশের আদিবাসী ও কৃষক সমাজের নানা বিদ্রোহ শাসকের ঘুম কেড়ে নিয়েছিল। সন্ন্যাসী বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মোপলা বিদ্রোহের মতো উল্লেখযোগ্য একশত বিদ্রোহের আলোচনার মধ্য দিয়ে সেকথাই তুলে ধরা হয়েছে বইটিতে। বিদ্রোহগুলিকে আঠারো শতক, উনিশ শতক ও বিশ শতক—এই তিনটি অংশে বিভক্ত করে আলোচনা করা হয়েছে। বইতে সুনির্দিষ্ট ভাবে তুলে ধরা হয়েছে আঠারো শতকের উল্লেখযোগ্য ২২টি বিদ্রোহের প্রসঙ্গ, উনিশ শতকের ৪৮টি বিদ্রোহের কথা এবং বিশ শতকে ৩০টি বিদ্রোহের কাহিনি। 
ভারতের স্বাধীনতা সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহ। 
দীপক নাগ। ন্যাশনাল বুক এজেন্সি। ২০০ টাকা।

Comments :0

Login to leave a comment